প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 28, 2025 ইং
বসন্তের কোকিলরা দলে ঢুকে চাঁদাবাজি ও অপকর্ম করছে'

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 'কয়েকটি রাজনৈতিক দল পিআর নিয়ে মামা বাড়ির আবদার করছে, কিন্তু সাধারণ মানুষের এতে কোনো আগ্রহ নেই।'
তিনি আরও বলেন, 'সাধারণ মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত, সে পদ্ধতিতে নির্বাচন চায়।'
বুধবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাইস্কুল মাঠে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় রিজভী জুলাইয়ের আন্দোলনে হতাহত বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও অটোরিকশার চাবি বিতরণ করেন।
এই বিএনপি নেতা বলেন, 'জুলাই আন্দোলনে বিএনপির চার শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। অথচ দুএকটি দল মনে করছে, সব তারাই করেছে।'
বসন্তের কোকিলরা দলে ঢুকে চাঁদাবাজি ও অপকর্ম করছে' দাবি করে তিনি বলেন, 'এদের প্রবেশ ঠেকাতে হবে। যারা জেল খেটেছে, যারা নির্যাতিত নেতাকর্মী, তারা কখনো চাঁদাবাজ হবে না।'
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, 'মানুষ বেকার হচ্ছে। গত তিন বছরে দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা বেড়েই চলেছে। আমরা যত সহযোগিতাই করি না কেন, এই সংখ্যা যদি বাড়তে থাকে, তবে মানুষ মুখ ফিরিয়ে নেবে।'
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুট করা টাকা দিয়ে বিদেশে বসে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন রিজভী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট